আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৭০৫
২৪৩১.আল্লাহ তা”আলার বাণী, الذين جعلوا القرآن عضين যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। المقتسمين যারা শপথ করেছিল* এবং এ অর্থে لا أقسم অর্থাৎ (أقسم) আমি শপথ করছি এবং لأقسم -ও পড়া হয় قاسمهما (ইবলীস) শপথ করেছিল দুজনার কাছে। তারা দুজন (আদম ও হাওয়া ) তার জন্য শপথ করেনি। মুজাহিদ (রাহঃ) বলেন, تقاسموا তারা শপথ করেছিল।
৪৩৪৯। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, “যারা কুরআন কে বিভক্ত করে দিয়েছে” এরা হল আহলে কিতাব (ইয়াহুদী )। তারা কুরআনকে বিভিন্ন অংশে বিভক্ত করে দিয়েছে। এরা কোন অংশের উপর ঈমান এনেছে** এবং কোন অংশকে অস্বীকার করেছে।***
* الْمُقْتَسِمِينَ যারা শপথ করেছিল, তারা হল ইয়াহুদী ও নাসারা । কারও মতে- সে কাফিরদের সম্পর্কে বলা হয়েছে, যারা লূত (আ)-কে হত্যার ষড়যন্ত্র করেছিল ।
**যে অংশটুকু তাওরাতের অনুরূপ পেয়েছে । অর্থাৎ তাদের মনঃপূত হয়েছে ।
*** যে অংশটুকু নিজের মনঃপূত হয়নি এবং তাওরাতেও পাওয়া যায়নি ।
* الْمُقْتَسِمِينَ যারা শপথ করেছিল, তারা হল ইয়াহুদী ও নাসারা । কারও মতে- সে কাফিরদের সম্পর্কে বলা হয়েছে, যারা লূত (আ)-কে হত্যার ষড়যন্ত্র করেছিল ।
**যে অংশটুকু তাওরাতের অনুরূপ পেয়েছে । অর্থাৎ তাদের মনঃপূত হয়েছে ।
*** যে অংশটুকু নিজের মনঃপূত হয়নি এবং তাওরাতেও পাওয়া যায়নি ।
