আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬৯১
২৪২০.আল্লাহ্ তাআলার বাণীঃ “সে (ইয়াকুব (আলাইহিস সালাম) বলল, না, তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে।“ (১২ঃ ১৮)।
৪৩৩৪। মুসা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) এর মাতা উম্মে রুমান (রাযিঃ) থেকে বর্ণিত , তিনি বলেন, (অপবাদ রটনার সময়) আয়িশা (রাযিঃ) আমাদের ঘরে জ্বরে আক্রান্ত ছিল। তখন নবী (ﷺ) বলেন, সম্ভবত এ অপবাদের কারণে জ্বর হয়েছে। আয়িশা (রাযিঃ) বললেন, হ্যাঁ। তিনি উঠে বসলেন এবং বললেন, আমার এবং আপনার উদাহরণ ইয়াকুব (আলাইহিস সালাম) এবং তার পুত্র ইউসুফ (আলাইহিস সালাম) এর ন্যায়। তার ভাইয়েরা কাহিনী সাজালো। তখন ইয়াকুব (আলাইহিস সালাম) বলেছিলেন, পূর্ণ ধৈর্য্যই শ্রেয়। তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহ ই আমার সাহায্যস্থল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
rabi
বর্ণনাকারী: