আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৬৮১
সূরা হুদ
আবু মাইসারা (রাহঃ) বলেন, الْأَوَّاهُ হাবশী ভাষায় দয়ালু। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, بَادِئَ الرَّأْيِ যা আমাদের সামনে প্রকাশিত। মুজাহিদ (রাহঃ) বলেন, الْجُوْدِيُّ জাযিয়ার একটি পাহাড়। হাসান (রাহঃ) বলেন, إِنَّكَ لَأَنْتَ الْحَلِيْمُ আপনি অতি সহনশীল। এর দ্বারা তারা বিদ্রূপ করত। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, أَقْلِعِي থেমে যাও। عَصِيْبٌ কঠিন। لَا جَرَمَ অবশ্যই। فَارَ التَّنُّوْرُ পানি উদ্বেলিত হয়ে উঠল। ইকরিমাহ (রাহঃ) বলেন, تَّنُّوْرُ দ্বারা ভূ-পৃষ্ঠকে বুঝানো হয়েছে।
পরিচ্ছেদঃ ২৪১৩. আল্লাহ তাআলার বাণীঃ সাবধান! ওরা তার কাছে গোপন রাখার জন্য ওদের বক্ষ দ্বিভাঁজ (সংকুচিত) করে। সাবধান! ওরা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে, তখন ওরা যা কিছু গোপন করে ও প্রকাশ করে, তিনি তা জানেন। নিশ্চয়ই আল্লাহ তাদের অন্তরের বিষয় অবগত আছে। ( ১১ঃ ৫)
অন্যজন বলেন, حَاقَ অবতীর্ণ হল। يَحِيْقُ অবতীর্ণ হয়। فَعُوْلٌ-يَئُوْسٌ এর ওজনে يَئِسْتُ থেকে (নিরাশ হওয়া)। মুজাহিদ (রাহঃ) বলেন, تَبْتَئِسْ দুঃখ করা। يَثْنُوْنَ صُدُوْرَهُمْ হকের মধ্যে সন্দেহ ও দ্বিধাবোধ। لِيَسْتَخْفُوْا مِنْهُ আল্লাহ থেকে, গোপন রাখে যদি তারা সক্ষম হয়।
আবু মাইসারা (রাহঃ) বলেন, الْأَوَّاهُ হাবশী ভাষায় দয়ালু। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, بَادِئَ الرَّأْيِ যা আমাদের সামনে প্রকাশিত। মুজাহিদ (রাহঃ) বলেন, الْجُوْدِيُّ জাযিয়ার একটি পাহাড়। হাসান (রাহঃ) বলেন, إِنَّكَ لَأَنْتَ الْحَلِيْمُ আপনি অতি সহনশীল। এর দ্বারা তারা বিদ্রূপ করত। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, أَقْلِعِي থেমে যাও। عَصِيْبٌ কঠিন। لَا جَرَمَ অবশ্যই। فَارَ التَّنُّوْرُ পানি উদ্বেলিত হয়ে উঠল। ইকরিমাহ (রাহঃ) বলেন, تَّنُّوْرُ দ্বারা ভূ-পৃষ্ঠকে বুঝানো হয়েছে।
পরিচ্ছেদঃ ২৪১৩. আল্লাহ তাআলার বাণীঃ সাবধান! ওরা তার কাছে গোপন রাখার জন্য ওদের বক্ষ দ্বিভাঁজ (সংকুচিত) করে। সাবধান! ওরা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে, তখন ওরা যা কিছু গোপন করে ও প্রকাশ করে, তিনি তা জানেন। নিশ্চয়ই আল্লাহ তাদের অন্তরের বিষয় অবগত আছে। ( ১১ঃ ৫)
অন্যজন বলেন, حَاقَ অবতীর্ণ হল। يَحِيْقُ অবতীর্ণ হয়। فَعُوْلٌ-يَئُوْسٌ এর ওজনে يَئِسْتُ থেকে (নিরাশ হওয়া)। মুজাহিদ (রাহঃ) বলেন, تَبْتَئِسْ দুঃখ করা। يَثْنُوْنَ صُدُوْرَهُمْ হকের মধ্যে সন্দেহ ও দ্বিধাবোধ। لِيَسْتَخْفُوْا مِنْهُ আল্লাহ থেকে, গোপন রাখে যদি তারা সক্ষম হয়।
৪৩২৪। হাসান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আব্বাদ ইবনে জা‘ফর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস (রাযিঃ) কে এমনিভাবে পড়তে শুনেছেন, أَلاَ إِنَّهُمْ تَثْنَوْنِي صُدُورُهُمْ
মুহাম্মাদ ইবনে আব্বাস বলেন, আমি তাঁকে এর মর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কিছু লোক খোলা আকাশের দিকে উন্মুক্ত হওয়ার ভয়ে পেশাব-পায়খানা অথবা স্ত্রী সহবাস করতে লজ্জাবোধ করতে লাগল। তারপর তাদের সম্পর্কে এ আয়াত অবতীর্ণ হয়।
মুহাম্মাদ ইবনে আব্বাস বলেন, আমি তাঁকে এর মর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কিছু লোক খোলা আকাশের দিকে উন্মুক্ত হওয়ার ভয়ে পেশাব-পায়খানা অথবা স্ত্রী সহবাস করতে লজ্জাবোধ করতে লাগল। তারপর তাদের সম্পর্কে এ আয়াত অবতীর্ণ হয়।
