আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৮. সাদ্কা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৮৪
৩. যেই সাদ্‌কা মাকরূহ
রেওয়ায়ত ১৩. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, মুহাম্মাদ (ﷺ)-এর পরিবারের জন্য সাদ্‌কা হালাল নহে; উহা (সাদ্‌কা) মানুষের হাতের ময়লা।*
باب مَا يُكْرَهُ مِنْ الصَّدَقَةِ
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَحِلُّ الصَّدَقَةُ لِآلِ مُحَمَّدٍ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৮৮৪ | মুসলিম বাংলা