আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৮. সাদ্কা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৭৪
১. সাদ্কার ফযীলত প্রসঙ্গে
রেওয়ায়ত ৩. যায়দ ইবনে আসলাম (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, ভিক্ষুককে দাও যদিও সে ঘোড়ায় আরোহণ করিয়া আসে।
باب التَّرْغِيبِ فِي الصَّدَقَةِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْطُوا السَّائِلَ وَإِنْ جَاءَ عَلَى فَرَسٍ


বর্ণনাকারী: