আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৬৬
১০. তাকওয়া প্রসঙ্গ
রেওয়ায়ত ২৫. কাসেম ইবনে মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমি দেখিলাম যে, মানুষ কথায় মোহিত হয় না। মালিক (রাহঃ) বলেন, ইহার অর্থ এই যে, তাহার কাজের (আমলের) দিকে তাকাইতেন, কথার দিকে তাহাদের তেমন দৃষ্টি ছিলনা।
بَاب مَا جَاءَ فِي التُّقَى
قَالَ مَالِك وَبَلَغَنِي أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ كَانَ يَقُولُ أَدْرَكْتُ النَّاسَ وَمَا يَعْجَبُونَ بِالْقَوْلِ قَالَ مَالِك يُرِيدُ بِذَلِكَ الْعَمَلَ إِنَّمَا يُنْظَرُ إِلَى عَمَلِهِ وَلَا يُنْظَرُ إِلَى قَوْلِهِ


বর্ণনাকারী: