আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৬৩
৯. কয়েকজনের গুনাহের কারণে সকলের ভোগান্তি
রেওয়ায়ত ২২. নবী করীম (ﷺ)-এর সহধর্মিণী উম্মে সালামা (রাযিঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! (কিছু সংখ্যক লোকের কৃতকর্মের দরুন আসন্ন বিপদে) আমরা ধ্বংস হইয়া যাইব কি? অথচ আমাদের মধ্যে অনেক নেককার মানুষও আছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, হ্যাঁ, গুনাহ যখন অধিক হয়, তখন (উহার শাস্তি সকলকেই ভোগ করিতে হয়)।
بَاب مَا جَاءَ فِي عَذَابِ الْعَامَّةِ بِعَمَلِ الْخَاصَّةِ
حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ

হাদীসের ব্যাখ্যা:

পাপাচার ব্যাপক হওয়ার পরিণাম

নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে এ ভীতিকর ভবিষ্যদ্বাণী শুনে উম্মুল মুমিনীন জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে নেককার লোকজন থাকা সত্ত্বেও আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বললেন, হাঁ, যখন পাপাচারের ব্যাপক বিস্তার ঘটবে।

ইমাম ইবনুল আরাবী রহ. বলেন, এর দ্বারা বোঝানো হচ্ছে নিকৃষ্ট লোকদের ধ্বংস করার সাথে নেককারদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, যদি না তারা তাদের নিকৃষ্ট কাজে বাধা প্রদান করে। এমনকি তারা যদি বাধা প্রদান করেও, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে না হয়, ফলে পাপাচারীরা পাপকার্য করেই যেতে থাকে আর সেসব পাপকার্য চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে মানুষ তাতে লিপ্ত হয়ে যায়, তখনও ভালোমন্দ সব মানুষকেই ধ্বংস করে দেওয়া হবে। তারপর হাশরের ময়দানে প্রত্যেককে আপন আপন নিয়ত অনুযায়ী উঠানো হবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ একটি অবশ্যপালনীয় দায়িত্ব। এ দায়িত্ব পালন না করা হলে সর্বগ্রাসী আযাব এসে যায়, যা থেকে পাপী ও নেককার কেউ নিস্তার পায় না।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৮৬৩ | মুসলিম বাংলা