আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৬০
৭. সত্য মিথ্যা কথা বলা প্রসঙ্গে
রেওয়ায়ত ১৯. সফওয়ান ইবনে সুলাইম (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কেহ জিজ্ঞাসা করিল, মুমিন সাহসহীন বা ভীরু হইতে পারে কি? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, হ্যাঁ। আবার জিজ্ঞাসা করা হইল, মুমিন কৃপণ (বখিল) হইতে পারে কি? বলিলেন, হ্যাঁ। আবার জিজ্ঞাসা করা হইল, মু’মিন মিথ্যাবাদী হইতে পারে কি? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, না।
بَاب مَا جَاءَ فِي الصِّدْقِ وَالْكَذِبِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ أَنَّهُ قَالَ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا فَقَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا فَقَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا فَقَالَ لَا


বর্ণনাকারী: