আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৫৩
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
৫. জিহ্বার গুনাহ প্রসঙ্গে
রেওয়ায়ত ১২. যাইদ ইবনে আসলম (রাযিঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর নিকট গিয়া দেখিলেন যে, আবু বকর (রাযিঃ) স্বীয় জিহ্বা ধরিয়া টানিতেছেন। উমর (রাযিঃ) বলিলেন, রাখুন (অর্থাৎ এই রকম করবেন না), আল্লাহ আপনাকে ক্ষমা করুন। অতঃপর আবু বকর (রাযিঃ) বলিলেন, এই জিহ্বাই তো আমাকে ধ্বংসের মুখে ঠেলিয়া দিয়াছে!
كتاب الكلام
بَاب مَا جَاءَ فِيمَا يُخَافُ مِنْ اللِّسَانِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ دَخَلَ عَلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَهُوَ يَجْبِذُ لِسَانَهُ فَقَالَ لَهُ عُمَرُ مَهْ غَفَرَ اللَّهُ لَكَ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ هَذَا أَوْرَدَنِي الْمَوَارِدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান