আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৪. ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
হাদীস নং: ১৮৩৭
 ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়
১৭. দাসদাসী ও তাহদের বেশভূষা প্রসঙ্গ
রেওয়ায়ত ৪৩. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, গোলাম যদি তাহার মালিকের মঙ্গল কামনা করে এবং রীতিমত আল্লাহর ইবাদত করে, তবে তাহার দ্বিগুণ সওয়াব হইবে।
كتاب الاستئذان
بَاب مَا جَاءَ فِي الْمَمْلُوكِ وَهِبَتِهِ
حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا نَصَحَ لِسَيِّدِهِ وَأَحْسَنَ عِبَادَةَ اللَّهِ فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ