আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৪. ঘরে প্রবেশের অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায়

হাদীস নং: ১৮০০
৩. ছবি ও মূর্তি প্রসঙ্গ
রেওয়ায়ত ৬. শেফা (রাহঃ)-এর আযাদকৃত গোলাম রাফি ইবনে ইসহাক (রাহঃ) বলেন, আমি ও আব্দুল্লাহ ইবনে আবু তালহা (রাযিঃ) আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে যিনি অসুস্থ ছিলেন - দেখিতে গেলাম। অতঃপর আবু সাঈদ (রাযিঃ) বলিলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলিয়াছেন যে, যেই ঘরে ছবি কিংবা মূর্তি থাকে, সেই ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না।
بَاب مَا جَاءَ فِي الصُّوَرِ وَالتَّمَاثِيلِ
حَدَّثَنِي مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّ رَافِعَ بْنَ إِسْحَقَ مَوْلَى الشِّفَاءِ أَخْبَرَهُ قَالَ دَخَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي طَلْحَةَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ نَعُودُهُ فَقَالَ لَنَا أَبُو سَعِيدٍ أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ تَصَاوِيرُ شَكَّ إِسْحَقُ لَا يَدْرِي أَيَّتَهُمَا قَالَ أَبُو سَعِيدٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৮০০ | মুসলিম বাংলা