আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫০. বদনজর সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৭৫৯
৬. জ্বরে গোসল করা প্রসঙ্গে
রেওয়ায়ত ১৫. ফাতিমা বিনতে মুনযির আসমা বিনতে আবু বকর (রাযিঃ)-এর নিকট যখনই কোন জ্বরাক্রান্ত স্ত্রীলোক আসিত, তিনি পানি আনাইয়া তাহার বুকের উপর ঢালিয়া দিতেন এবং বলিতেন, রাসূলুল্লাহ (ﷺ) জ্বরকে পানি দ্বারা ঠাণ্ডা করিবার নির্দেশ দিতেন।
بَاب الْغَسْلِ بِالْمَاءِ مِنْ الْحُمَّى
حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ كَانَتْ إِذَا أُتِيَتْ بِالْمَرْأَةِ وَقَدْ حُمَّتْ تَدْعُو لَهَا أَخَذَتْ الْمَاءَ فَصَبَّتْهُ بَيْنَهَا وَبَيْنَ جَيْبِهَا وَقَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُبْرِدَهَا بِالْمَاءِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭৫৯ | মুসলিম বাংলা