আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫০. বদনজর সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৭৫৭
৫. রোগীয় চিকিৎসা সম্বন্ধে
রেওয়ায়ত ১৩. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমার কাছে রেওয়ায়ত পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে সা’দ ইবনে যুরারা (রাযিঃ) খান্নাক রোগে (গলার ব্যাধি) আক্রান্ত হইয়া চিকিৎসা হিসাবে লোহা পোড়াইয়া দাগাইয়াছিলেন। কিন্তু তিনি মারা যান।
بَاب تَعَالُجِ الْمَرِيضِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ بَلَغَنِي أَنَّ سَعْدَ بْنَ زُرَارَةَ اكْتَوَى فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الذُّبْحَةِ فَمَاتَ
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭৫৭ | মুসলিম বাংলা