আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫০. বদনজর সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৭৫৪
৪. রোগের সময় তা’ইয বা ঝাড়ফুঁক করা প্রসঙ্গে
রেওয়ায়ত ১০. আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখনই অসুস্থ হইতেন তখন সূরা ফালাক ও সূরা নাস পড়িয়া (নিজের উপর) দম করিতেন। আয়েশা (রাযিঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ব্যথা অধিক হইত, তখন আমি নিজে সেই সূরাদ্বয় পড়িয়া বরকতের জন্য তাহার (প্রিয় নবীর) ডান হাত দিয়া মালিশ করিয়া দিতাম।
التَّعَوُّذِ وَالرُّقْيَةِ مِنْ الْمَرَضِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفِثُ قَالَتْ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَنَا أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ عَلَيْهِ بِيَمِينِهِ رَجَاءَ بَرَكَتِهَا
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭৫৪ | মুসলিম বাংলা