আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
হাদীস নং: ১৭২০
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৫. আবু জাফর কারী (রাহঃ) বলিয়াছেন যে, তিনি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-কে দাঁড়াইয়া পানি পান করিতে দেখিয়াছেন।
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
وَحَدَّثَنِي مَالِك عَنْ أَبِي جَعْفَرٍ الْقَارِئِ أَنَّهُ قَالَ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَشْرَبُ قَائِمًا
