আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক

হাদীস নং: ১৭১৮
৮. দাঁড়াইয়া পান করা প্রসঙ্গ
রেওয়ায়ত ১৩. মালিক (রাহঃ) সংবাদ পাইয়াছেন যে, উমর ইবনে খাত্তাব (রাযিঃ), আলী ইবনে আবী তালিব (রাযিঃ) ও উসমান ইবনে আফফান (রাযিঃ) দাঁড়াইয়া পানি পান করিতেন।
مَا جَاءَ فِي شُرْبِ الرَّجُلِ وَهُوَ قَائِمٌ
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانُوا يَشْرَبُونَ قِيَامًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭১৮ | মুসলিম বাংলা