আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক

হাদীস নং: ১৭১৩
রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক
৫. মিসকীন সম্বন্ধীয় রেওয়ায়ত
রেওয়ায়ত ৮. যায়দ ইবনে আসলাম (রাহঃ) হইতে, তিনি ইবনে বুজাইদ আনসারী আল হারেসী (রাযিঃ) হইতে এবং তিনি তাহার দাদা হইতে রেওয়ায়ত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করিয়াছেন যে, মিসকীনদেরকে (যাহা কিছু সম্ভব হয়) দাও, যদিও পোড়া খুর হউক না কেন।*
كتاب صفة النبي صلى الله عليه وسلم
مَا جَاءَ فِي الْمَسَاكِينِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ بُجَيْدٍ الْأَنْصَارِيِّ ثُمَّ الْحَارِثِيِّ عَنْ جَدَّتِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رُدُّوا الْمِسْكِينَ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান