আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৯. রাসূলুল্লাহ ﷺ এর হুলিয়া মুবারক

হাদীস নং: ১৭০৮
৩. ফিতরাত বা স্বভাব প্রসঙ্গ
রেওয়ায়ত ৩. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, প্রকৃতিগত সুন্নত পাঁচটি : (১) নখ কাটা, (২) গোঁফ কাটা, (৩) বগলের পশম উপড়াইয়া ফেলা, (৪) নাভীর নীচের চুল কামান, (৫) খাতনা করা।
مَا جَاءَ فِي السُّنَّةِ فِي الْفِطْرَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَمْسٌ مِنْ الْفِطْرَةِ تَقْلِيمُ الْأَظْفَارِ وَقَصُّ الشَّارِبِ وَنَتْفُ الْإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَالْاخْتِتَانُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৭০৮ | মুসলিম বাংলা