আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৫. বিভিন্ন প্রকারের মাসআলা সম্বলিত অধ্যায়
হাদীস নং: ১৬৪৫
৩. মদীনার হারাম হওয়া সম্পর্কে বর্ণনা
রেওয়ায়ত ১৩. এক ব্যক্তি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমার নিকট যায়দ ইবনে সাবিত (রাযিঃ) আগমন করিলেন, তখন আমি আসওয়াফে (মদীনার একটি গ্রাম) একটি পাখি ধরিয়াছিলাম। তিনি আমার হাত হইতে উহা লইয়া ছাড়িয়া দিলেন।
مَا جَاءَ فِي تَحْرِيمِ الْمَدِينَةِ
وَحَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ رَجُلٍ قَالَ دَخَلَ عَلَيَّ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَنَا بِالْأَسْوَافِ قَدْ اصْطَدْتُ نُهَسًا فَأَخَذَهُ مِنْ يَدِي فَأَرْسَلَهُ


বর্ণনাকারী: