আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৫. বিভিন্ন প্রকারের মাসআলা সম্বলিত অধ্যায়
হাদীস নং: ১৬৪২
৩. মদীনার হারাম হওয়া সম্পর্কে বর্ণনা
রেওয়ায়ত ১০. আনাস ইবনে মালিক (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন উহুদ পাহাড়ের প্রতি দৃষ্টি করিতেন তখন বলিতেন, এই পাহাড় আমার প্রিয় আর আমি এই পাহাড়ের প্রিয়। হে আল্লাহ! ইবরাহীম (আলাইহিস সালাম) মক্কাকে হারাম করিয়াছেন, আমি মদীনার উভয় মধ্যস্থলকে হারাম করিতেছি।
পার্থক্য এই যে, আল্লাহর হারামে খিয়ানত করিলে উহার ক্ষতিপূরণ অনিবার্য হয়, আর রাসূলের হারামের খিয়ানত করিলে উহা অনিবার্য হয় না। অনেকের মতে এখানেও উহা অনিবার্য হয়।
পার্থক্য এই যে, আল্লাহর হারামে খিয়ানত করিলে উহার ক্ষতিপূরণ অনিবার্য হয়, আর রাসূলের হারামের খিয়ানত করিলে উহা অনিবার্য হয় না। অনেকের মতে এখানেও উহা অনিবার্য হয়।
مَا جَاءَ فِي تَحْرِيمِ الْمَدِينَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَمْرٍو مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَأَنَا أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْهَا
