আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ১৫৭৩
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
৮. পলাতক দাস ও চোরের হাত কাটা সম্পর্কিত মাস’আলা
রেওয়ায়ত ২৬. নাফি’ (রাহঃ) হইতে বর্ণিত আছে, ইবনে উমর (রাযিঃ)-এর একটি দাস পলাইয়া গেল, সে চুরি করিয়াছিল। ইবনে উমর (রাযিঃ) তাহাকে মদীনার গভর্নর সাঈদ ইবনে আসের নিকট হাত কর্তনের জন্য পাঠাইয়া দিলেন। সাঈদ ইহা মানিলেন না। তিনি বলিলেন, পলাতক দাসের হাত কর্তন করা হইবে না। ইবনে উমর (রাযিঃ) বললেন, তুমি আল্লাহর কোন কিতাবে ইহা পাইয়াছ অতঃপর ইবনে উমরের আদেশে তাহার হাত কাটা হইল।
كتاب الحدود
باب مَا جَاءَ فِي قَطْعِ الْآبِقِ وَالسَّارِقِ
حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدًا لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ سَرَقَ وَهُوَ آبِقٌ فَأَرْسَلَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِلَى سَعِيدِ بْنِ الْعَاصِ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ لِيَقْطَعَ يَدَهُ فَأَبَى سَعِيدٌ أَنْ يَقْطَعَ يَدَهُ وَقَالَ لَا تُقْطَعُ يَدُ الْآبِقِ السَّارِقِ إِذَا سَرَقَ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فِي أَيِّ كِتَابِ اللَّهِ وَجَدْتَ هَذَا ثُمَّ أَمَرَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَقُطِعَتْ يَدُهُ
বর্ণনাকারী: