আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়
হাদীস নং: ১৫৭০
৭. কোন প্রকারের বস্তু চুরি করিলে হাত কাটা ওয়াজিব হয়
রেওয়ায়ত ২৩. উমরা বিনতে আব্দুর রহমান (রাহঃ) বলেন, উসমান (রাযিঃ)-এর সময় এক ব্যক্তি একটি উতরজ (স্বর্ণনির্মিত শিশুদের গলার জাব) চুরি করিয়াছিল। উসমান (রাযিঃ) তাহার মূল্য বার দিরহাম ধার্য করিলেন। উসমান (রাযিঃ) ইহার জন্য তাহার হাত কাটিয়াছিলেন।
باب مَا يَجِبُ فِيهِ الْقَطْعُ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ سَارِقًا سَرَقَ فِي زَمَانِ عُثْمَانَ أُتْرُجَّةً فَأَمَرَ بِهَا عُثْمَانُ بْنُ عَفَّانَ أَنْ تُقَوَّمَ فَقُوِّمَتْ بِثَلَاثَةِ دَرَاهِمَ مِنْ صَرْفِ اثْنَيْ عَشَرَ دِرْهَمًا بِدِينَارٍ فَقَطَعَ عُثْمَانُ يَدَهُ


বর্ণনাকারী: