আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩৮. আযাদ করা এবং স্বত্বাধিকার প্রসঙ্গে
হাদীস নং: ১৫১৬
আযাদ করা এবং স্বত্বাধিকার প্রসঙ্গে
১০. যে আযাদ করিবে অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাহারই জন্য হইবে
রেওয়ায়ত ১৯. আমরা বিনতে আব্দির রহমান (রাযিঃ) হইতে বর্ণিত, বারীরা আসিলেন উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ)-এর নিকট সাহায্য চাহিতে। আয়েশা (রাযিঃ) বলিলেন যদি তোমার কর্তারা পছন্দ করে যে আমি তাহাদিগকে একবারে মূল্য পরিশোধ করিব এবং তোমাকে আযাদ করিয়া দিব তবে আমি উহা করিব। বারীরা কর্তাদের নিকট ইহা পেশ করিলেন। তাহারা বলিল, আমরা ইহাতে রাজী নহি, তবে যদি তোমার অভিভাবকত্ব আমাদের জন্য থাকে।
মালিক (রাহঃ) বলেন, ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলিয়াছেন, আমরা ধারণা করেন যে, আয়েশা (রাযিঃ) ইহা উল্লেখ করিয়াছেন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, তুমি বরীরাকে খরিদ কর এবং তাহাকে আযাদ করিয়া দাও, অভিভাবকত্ব অবশ্য তাহারই জন্য থাকিবে যে আযাদ করিবে।
মালিক (রাহঃ) বলেন, ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলিয়াছেন, আমরা ধারণা করেন যে, আয়েশা (রাযিঃ) ইহা উল্লেখ করিয়াছেন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, তুমি বরীরাকে খরিদ কর এবং তাহাকে আযাদ করিয়া দাও, অভিভাবকত্ব অবশ্য তাহারই জন্য থাকিবে যে আযাদ করিবে।
كتاب العتق والولاء
باب مَصِيرِ الْوَلَاءِ لِمَنْ أَعْتَقَ
وَحَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ فَقَالَتْ عَائِشَةُ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَصُبَّ لَهُمْ ثَمَنَكِ صَبَّةً وَاحِدَةً وَأُعْتِقَكِ فَعَلْتُ فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لِأَهْلِهَا فَقَالُوا لَا إِلَّا أَنْ يَكُونَ لَنَا وَلَاؤُكِ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ فَزَعَمَتْ عَمْرَةُ أَنَّ عَائِشَةَ ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ
বর্ণনাকারী: