আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩৬. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৪৫০
২৪. পতিত জমিকে আবাদ করার ফয়সালা
রেওয়ায়ত ২৭. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, উমর (রাযিঃ) বলিয়াছেন, যদি কেহ অনাবাদী জমি আবাদ করে তাহা তাহারই হইবে।

মালিক (রাহঃ) বলেনঃ আমাদের নিকটও এই হুকুম।
بَاب الْقَضَاءِ فِي عِمَارَةِ الْمَوَاتِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ مَنْ أَحْيَا أَرْضًا مَيِّتَةً فَهِيَ لَهُ قَالَ مَالِك وَعَلَى ذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১৪৫০ | মুসলিম বাংলা