আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩৬. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৪২১
৪. সাক্ষীসহ কসমের সাথে ফয়সালা
রেওয়ায়ত ৬. আবু যিনাদ (রাহঃ) হইতে বর্ণিত যে, উমর ইবনে আব্দিল আযীয (রাহঃ) কুফার শাসনকর্তা আব্দুল হামিদ ইবনে আব্দির রহমানকে লিখিয়া পাঠাইলেন যে, সাক্ষীর সাথে কসম গ্রহণ করিয়া ফয়সালা করিয়া লইতে পার।
بَاب الْقَضَاءِ بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ
وَعَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَتَبَ إِلَى عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ وَهُوَ عَامِلٌ عَلَى الْكُوفَةِ أَنْ اقْضِ بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ


বর্ণনাকারী: