আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩১. ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
হাদীস নং: ১৩৪৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
২৪. মজুতদারী এবং মুনাফাখোয়ীর অপেক্ষায় থাকা
রেওয়ায়ত ৫৯. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, উসমান ইবনে আফফান (রাযিঃ) ইহতিকারকে নিষেধ করিতেন।
كتاب البيوع
بَاب الْحُكْرَةِ وَالتَّرَبُّصِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَ يَنْهَى عَنْ الْحُكْرَةِ
বর্ণনাকারী: