আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১৫৫
২২. বিবাহের বিবিধ প্রসঙ্গ
রেওয়ায়ত ৫৬. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বলেন, তিন (প্রকার) বস্তুতে বিদ্রূপ নাই- (১) নিকাহ (২) তালাক (৩) মুক্তি প্রদান।
بَاب جَامِعِ النِّكَاحِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ قَالَ ثَلَاثٌ لَيْسَ فِيهِنَّ لَعِبٌ النِّكَاحُ وَالطَّلَاقُ وَالْعِتْقُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১১৫৫ | মুসলিম বাংলা