আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১১২৩
১১. বিভিন্ন অবৈধ বিবাহ
রেওয়ায়ত ২৫. ইয়াযিদ ইবনে জারিয়াহ আনসারী (রাযিঃ)-এর উভয় পুত্র আব্দুর রহমান ও মুজাম্মি’ (রাহঃ) হানসা বিনতে খিজাম (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি যখন অকুমারী (সাইয়্যিবা) ছিলেন তখন তাহার পিতা তাহাকে বিবাহ দিলেন। তিনি এ বিবাহকে পছন্দ করিলেন না। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের সমীপে আসিলেন (এবং তাহার অসন্তুষ্টির কথা জানাইলেন)। রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার এই বিবাহকে রদ করিয়া দিলেন।
بَاب جَامِعِ مَا لَا يَجُوزُ مِنْ النِّكَاحِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ الْأَنْصَارِيِّ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِدَامٍ الْأَنْصَارِيَّةِ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১১২৩ | মুসলিম বাংলা