আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৯১
২৩৪৩. আল্লাহর বাণীঃ কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না ’তুমি মু’মিন নও’ (৪ঃ ৯৪) السِّلْمُ وَالسَّلَمُ وَالسَّلَامُ وَاحِدٌ একরূপ, অর্থ শান্তি
৪২৩৬। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন যে,وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلاَمَ لَسْتَ مُؤْمِنًا আয়াতের ঘটনা হচ্ছে এই যে, এক ব্যক্তির কিছু সংখ্যক ছাগল ছিল, মুসলিমদের সাথে তাদের সাক্ষাৎ ঘটায় সে তাদেরকে বলল ″আসসালামু আলাইকুম″, মুসলিমরা তাকে হত্যা করল এবং তার ছাগলগুলো হস্তগত করে ফেলল, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا تِلْكَ الْغُنَيْمَةُ ইহজীবনের সম্পদের আকাঙ্ক্ষায়-আর সে সম্পদ হচ্ছে এ ছাগল পাল।″ (৪ঃ ৯৪)

আতা (রাহঃ) বলেন, ইবনে আব্বাস (রাযিঃ)السَّلاَمَ পড়েছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন