আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২২. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১০২৪
শপথ ও মান্নতের অধ্যায়
৯. কসম সম্পৰ্কীয় বিবিধ আহকাম
রেওয়ায়ত ১৬. ইবনে শিহাব (রাহঃ) জ্ঞাত হইয়াছেন, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির (রাযিঃ) এর তওবা যখন আল্লাহ্ তাআলা কবুল করেন তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসিয়া আরয করিলেনঃ হে আল্লাহর রাসূল! আমার আত্মীয়-স্বজনের সঙ্গে আমি যেইখানে বাস করি, আমার যেই বাড়িটিতে আমি গুনাহ করিয়াছিলাম, যেইখানে আমার এই গুনাহ হইয়াছিল, উহা ত্যাগ করিয়া আপনার নিকট আসিয়া থাকিব কি? আর আল্লাহ ও তাহার রাসূলের ওয়াস্তে এই বাড়িটি সাদ্‌কা করিব কি? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ তোমার ধন-সম্পদের এক-তৃতীয়াংশ সাদ্‌কা দিয়া দিলেই যথেষ্ট হইবে।*
كتاب النذور والأيمان
بَاب جَامِعِ الْأَيْمَانِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عُثْمَانَ بْنِ حَفْصِ بْنِ عُمَرَ بْنِ خَلْدَةَ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ أَبَا لُبَابَةَ بْنَ عَبْدِ الْمُنْذِرِ حِينَ تَابَ اللَّهُ عَلَيْهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَهْجُرُ دَارَ قَوْمِي الَّتِي أَصَبْتُ فِيهَا الذَّنْبَ وَأُجَاوِرُكَ وَأَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجْزِيكَ مِنْ ذَلِكَ الثُّلُثُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ১০২৪ | মুসলিম বাংলা