আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২১. জিহাদের বিধানাবলী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৯৯১
১৬. শহীদ ব্যক্তির গোসল
রেওয়ায়ত ৩৬. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-কে গোসল করান হইয়াছিল, কাফন পরান হইয়াছিল এবং তাঁহার জানাযাও পড়া হইয়াছিল অথচ আল্লাহর মেহেরবাণীতে আল্লাহর পথে তিনি শাহাদাত বরণ করিয়াছিলেন (আল্লাহ তাঁহার উপর রহমত নাযিল করুন)।
بَاب الْعَمَلِ فِي غَسْلِ الشَّهِيدِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غُسِّلَ وَكُفِّنَ وَصُلِّيَ عَلَيْهِ وَكَانَ شَهِيدًا يَرْحَمُهُ اللَّهُ
