আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২১. জিহাদের বিধানাবলী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৯৬৮
জিহাদের বিধানাবলী সম্পর্কিত অধ্যায়
৬. যুদ্ধে প্রাপ্ত নফল প্রসঙ্গ
রেওয়ায়ত ১৫. নাফি’ (রাহঃ) আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণনা করেন, নজদ এলাকার দিকে রাসূলুল্লাহ (ﷺ) একটি সেনাদল প্রেরণ করিয়াছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-ও ইহাতে শরীক ছিলেন। গনিমত হিসাবে অনেক উট ধরা পড়ে। প্রত্যেকেই বারটি বা এগারটি করিয়া উট প্রাপ্ত হন এবং প্রত্যেককেই আরো একটি করিয়া নফল (হিস্যাতিরিক্ত) দেওয়া হয়।*
كتاب الجهاد
بَاب جَامِعِ النَّفْلِ فِي الْغَزْوِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَرِيَّةً فِيهَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قِبَلَ نَجْدٍ فَغَنِمُوا إِبِلًا كَثِيرَةً فَكَانَ سُهْمَانُهُمْ اثْنَيْ عَشَرَ بَعِيرًا أَوْ أَحَدَ عَشَرَ بَعِيرًا وَنُفِّلُوا بَعِيرًا بَعِيرًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: