আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯৪৯
হজ্ব - উমরার অধ্যায়
৮১. হজ্জ সম্পৰ্কীয় বিবিধ আহকাম
রেওয়ায়ত ২৫৪. মালিক (রাহঃ) বলেনঃ আমি জ্ঞাত হইয়াছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) বলতেনঃ হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মধ্যবর্তী স্থানটি হইল মুলতাযাম।
كتاب الحج
بَاب جَامِعِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقُولُ مَا بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ الْمُلْتَزَمُ
বর্ণনাকারী: