আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৭২
২৩২৭. আল্লাহর বাণীঃ হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা এক আহ্বায়ককে ঈমানের প্রতি আহবান করতে শুনেছি, ’তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন কর’ অতএব আমরা ঈমান এনেছি (৩ঃ ১৯৩)
৪২১৭। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... কুরায়ব (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে আব্বাস (রাযিঃ) তাকে অবহিত করেছেন যে, তিনি নবী (ﷺ) এর সহধর্মিনী মাইমূনা (রাযিঃ) এর নিকট রাত্রি যাপন করেছিলেন। মাইমূনা (রাযিঃ) হলেন তাঁর খালাম্মা। তিনি বলেন, আমি বিছানার প্রস্থের দিকে শুয়েছিলাম এবং রাসূল (ﷺ) ও তাঁর পরিবারবর্গ দৈর্ঘ্যের দিকে শুয়েছিলেন। এরপর রাসূল (ﷺ) নিদ্রামগ্ন হয়েছিলেন। অর্ধরাত্র কিংবা এর সামান্য আগে কিংবা সামান্য পরক্ষণে তিনি ঘুম থেকে জেগে উঠলেন। এবং মুখ থেকে ঘুমের আবেশ মুছতে মুছতে বসলেন। তারপর সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত পাঠ করলেন।
এরপর নামাযে দাঁড়ালেন। তারপর ঝুলন্ত একটি পুরাতন মশকের দিকে গিয়ে ভালভাবে ওযু করলেন। এরপর নামাযে দাঁড়ালেন। ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, আমিও দাঁড়ালাম এবং তিনি যা করেছেন আমিও তা করলাম। তারপর আমি গিয়ে তাঁর পার্শ্বে দাঁড়ালাম। রাসূল (ﷺ) তাঁর ডান হাত আমার মাথায় রেখে আমার ডান কান মলতে শুরু করলেন। তারপর তিনি দু’ রাক'আত ছয়বারে বারো রাকআত নামায আদায় করলেন এবং তারপর তিনি বিতরের নামায আদায় করলেন। শেষে মুয়াযযিন ফজরের আযান দিলে তিনি উঠে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিরাআতে দু’ রাক'আত নামায আদায় করলেন। তারপর হুজরা থেকে বের হলেন এবং ফজরের নামায আদায় করলেন।
এরপর নামাযে দাঁড়ালেন। তারপর ঝুলন্ত একটি পুরাতন মশকের দিকে গিয়ে ভালভাবে ওযু করলেন। এরপর নামাযে দাঁড়ালেন। ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, আমিও দাঁড়ালাম এবং তিনি যা করেছেন আমিও তা করলাম। তারপর আমি গিয়ে তাঁর পার্শ্বে দাঁড়ালাম। রাসূল (ﷺ) তাঁর ডান হাত আমার মাথায় রেখে আমার ডান কান মলতে শুরু করলেন। তারপর তিনি দু’ রাক'আত ছয়বারে বারো রাকআত নামায আদায় করলেন এবং তারপর তিনি বিতরের নামায আদায় করলেন। শেষে মুয়াযযিন ফজরের আযান দিলে তিনি উঠে দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিরাআতে দু’ রাক'আত নামায আদায় করলেন। তারপর হুজরা থেকে বের হলেন এবং ফজরের নামায আদায় করলেন।
