আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৯২৩
৭৫. ঋতুবতী মহিলার তাওয়াফে যিয়ারত (ইফাযা)
রেওয়ায়ত ২২৮. উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, (হজ্জের সময়) সফিয়্যা বিনতে হুয়াই (রাযিঃ)-এর ঋতুস্রাব আরম্ভ হয়। রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ইহা ব্যক্ত করিলে তিনি বলিলেনঃ সফিয়া যেন আমাদেরকে এইখানেই আটকাইয়া রাখিবে। তখন তাহাকে বলা হইল, ইনি তাওয়াফে যিয়ারত (ইফাযা) আদায় করিয়া নিয়াছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ তবে আর আটকাইবে না।
بَاب إِفَاضَةِ الْحَائِضِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ حَاضَتْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَحَابِسَتُنَا هِيَ فَقِيلَ إِنَّهَا قَدْ أَفَاضَتْ فَقَالَ فَلَا إِذًا
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৯২৩ | মুসলিম বাংলা