আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৫৭০
২৩২৫. আল্লাহর বাণীঃ যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে (৩ঃ ১৯১)
৪২১৫। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালাম্মা মাইমুনা (রাযিঃ) এর কাছে রাত্রি যাপন করি। আমি মনে স্থির করলাম যে, অবশ্যই আমি রাসূল (ﷺ) এর নামায আদায় করা দেখব। রাসূল (ﷺ) এর জন্য একটা বিছানা বিছিয়ে দেয়া হল। এরপর রাসূল (ﷺ) সেটার লম্বালম্বি দিকে নিদ্রামগ্ন হলেন। এরপর জাগ্রত হয়ে মুখমণ্ডল থেকে ঘুমের রেশ মুছতে লাগলেন এবং সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত পাঠ করে তা সমাপ্ত করলেন। তারপর ঝুলন্ত একটি পুরাতন মশকের পানি পাত্রের নিকট এসে তা নিলেন এবং ওযু করে নামাযে দাঁড়ালেন, আমি দাঁড়িয়ে তিনি যা যা করছিলেন তা তা করলাম। তারপর আমি এসে তাঁর পার্শ্বে দাঁড়ালাম। তিনি আমার মাথায় হাত রাখলেন, তারপর আমার কান ধরে মলতে লাগলেন। তারপর দু’ রাক'আত, তারপর দু’ রাক'আত, তারপর দু’ রাক'আত, তারপর দু’ রাক'আত তারপর দু’ রাক'আত, তারপর দু’ রাক'আত নামায আদায় করলেন এবং তারপর বিতরের নামায আদায় করলেন।*
*অর্থাৎ ১২ রাক'আত তাহাজ্জুদের পর তিন রাকআত বিতর নামায আদায় করলেন । সহীহ হাদীস দ্বারা এ বিষয়টি প্রমাণিত । [কাশফুল বারী]
*অর্থাৎ ১২ রাক'আত তাহাজ্জুদের পর তিন রাকআত বিতর নামায আদায় করলেন । সহীহ হাদীস দ্বারা এ বিষয়টি প্রমাণিত । [কাশফুল বারী]
