আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৯০৯
হজ্ব - উমরার অধ্যায়
৭১. কংকর নিক্ষেপ করা প্রসঙ্গ
রেওয়ায়ত ২১৪. মালিক (রাহঃ) জ্ঞাত হইয়াছেন, জামরা-ই-উলার (প্রথম কংকর নিক্ষেপের স্থান) ও জামরা-ই-বুসতার (মধ্যবর্তী কংকর নিক্ষেপের স্থান) নিকট উমর (রাযিঃ) (দুআর জন্য) এতক্ষণ দাঁড়াইয়া থাকিতেন যে, দণ্ডায়মান অন্য লোকজন বিরক্ত হইয়া যাইত।
كتاب الحج
بَاب رَمْيِ الْجِمَارِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَقِفُ عِنْدَ الْجَمْرَتَيْنِ الْأُولَيَيْنِ وُقُوفًا طَوِيلًا حَتَّى يَمَلَّ الْقَائِمُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান