আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৯০৭
৭০. মিনার রাত্রিগুলিতে মক্কায় রাত্রি যাপন করা
রেওয়ায়ত ২১২. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন- উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলিয়াছেনঃ মিনার রাত্রিসমূহে কেউ যেন জামরা-এ-আকাবার পিছনে অবস্থান না করে।
بَاب الْبَيْتُوتَةِ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لَا يَبِيتَنَّ أَحَدٌ مِنْ الْحَاجِّ لَيَالِيَ مِنًى مِنْ وَرَاءِ الْعَقَبَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৯০৭ | মুসলিম বাংলা