আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৯০৫
হজ্ব - উমরার অধ্যায়
৬৯. মুআররাস ও মুহাসসাবের নামায
রেওয়ায়ত ২১০. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) যোহর, আসর, মাগরিব এবং ইশার নামায মুহাসসাব নামক স্থানে পড়িতেন। অতঃপর রাত্রে মক্কায় গিয়া বায়তুল্লাহর তাওয়াফ করিতেন।*
* মুহাসসাব মক্কা ও মিনার মধ্যবর্তী একটি স্থান।
* মুহাসসাব মক্কা ও মিনার মধ্যবর্তী একটি স্থান।
كتاب الحج
بَاب صَلَاةِ الْمُعَرَّسِ وَالْمُحَصَّبِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يُصَلِّي الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ بِالْمُحَصَّبِ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ مِنْ اللَّيْلِ فَيَطُوفُ بِالْبَيْتِ
বর্ণনাকারী: