আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৬৩
৫২. কুরবানী হাদী-র বিভিন্ন আহকাম
রেওয়ায়ত ১৬৮. আব্দুল্লাহ ইবনে জাফর (রাহঃ)-এর আযাদকৃত গোলাম আবু আসমা (রাহঃ) বর্ণনা করেন যে, তিনি আব্দুর রহমান ইবনে জাফর (রাহঃ)-এর সহিত মদীনা হইতে যাত্রা করেন, পথে সুকইয়া নামক স্থানে হুসায়ন ইবনে আলী (রাযিঃ)-এর সহিত তাহাদের সাক্ষাত হয়। তিনি [হুসায়ন (রাযিঃ)] সেখানে অসুস্থ অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে জাফরও সেখানে রহিয়া গেলেন। হজ্জের সময় শেষ হইয়া যাইতেছে দেখিয়া তিনি পুনরায় রওয়ানা হইয়া পড়েন এবং একজন লোককে খবর দিয়া আলী ইবনে আবি তালিব (রাযিঃ) ও তাহার স্ত্রী আসমা বিনতে উমাইসের নিকট পাঠাইয়া দিলেন। তাহারা ঐ সময় মদীনায় ছিলেন। তাহারা খবর পাইয়া সুকইয়ায় অসুস্থ পুত্রের নিকট আসিলেন। তিনি [হুসায়ন (রাযিঃ)] নিজের মাথার দিকে ইশারা করিয়া দেখাইলেন। আলী (রাযিঃ)-এর নির্দেশে তখন সেখানেই তাহার মাথা কামান হইল এবং একটি উট কুরবানী দেওয়া হইল ।
ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেনঃ হুসায়ন (রাযিঃ) ঐ সময় উসমান ইবনে আফফান (রাযিঃ)-এর সহিত হজ্জ করিতে রওয়ানা হইয়াছিলেন।
ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেনঃ হুসায়ন (রাযিঃ) ঐ সময় উসমান ইবনে আফফান (রাযিঃ)-এর সহিত হজ্জ করিতে রওয়ানা হইয়াছিলেন।
بَاب جَامِعِ الْهَدْيِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ يَعْقُوبَ بْنِ خَالِدٍ الْمَخْزُومِيِّ عَنْ أَبِي أَسْمَاءَ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ فَخَرَجَ مَعَهُ مِنْ الْمَدِينَةِ فَمَرُّوا عَلَى حُسَيْنِ بْنِ عَلِيٍّ وَهُوَ مَرِيضٌ بِالسُّقْيَا فَأَقَامَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ حَتَّى إِذَا خَافَ الْفَوَاتَ خَرَجَ وَبَعَثَ إِلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَأَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ وَهُمَا بِالْمَدِينَةِ فَقَدِمَا عَلَيْهِ ثُمَّ إِنَّ حُسَيْنًا أَشَارَ إِلَى رَأْسِهِ فَأَمَرَ عَلِيٌّ بِرَأْسِهِ فَحُلِّقَ ثُمَّ نَسَكَ عَنْهُ بِالسُّقْيَا فَنَحَرَ عَنْهُ بَعِيرًا قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَكَانَ حُسَيْنٌ خَرَجَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فِي سَفَرِهِ ذَلِكَ إِلَى مَكَّةَ


বর্ণনাকারী: