আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৩৬
৪৫. কোন ধরনের পশু হাদয়ীর উপযুক্ত
রেওয়ায়ত ১৪১. আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম (রাহঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ বা উমরাতে একটি উট যাহা পূর্বে (আবু জাহল ইবনে হিশামের ছিল) হাদয়ী হিসাবে পঠাইয়াছিলেন।*
* আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে হারম শরীফে কুরবানীর উদ্দেশ্যে প্রেরিত পশুকে হাদয়ী বলা হয়।
* আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে হারম শরীফে কুরবানীর উদ্দেশ্যে প্রেরিত পশুকে হাদয়ী বলা হয়।
بَاب مَا يَجُوزُ مِنْ الْهَدْيِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْدَى جَمَلًا كَانَ لِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ


বর্ণনাকারী: