আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮১৫
৩৮. ফজর ও আসরের পর তাওয়াফের নামায আদায় করা
রেওয়ায়ত ১২০. আব্দুর রহমান ইবনে আব্দ আল-করিয়্যে* (রাহঃ) ফজরের নামাযের পর উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর সঙ্গে বায়তুল্লাহর তওয়াফ করেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) যখন তাওয়াফ শেষ করেন তখনও সূর্যোদয় হয় নাই। তিনি উটে আরোহণ করিয়া বাহিরে গেলেন এবং মী-তুয়া নামক স্থানে পৌছিয়া উট হইতে অবতরণ করিয়া দুই রাক'আত নামায আদায় করেন।
* খুযায়া গোত্রের একটি শাখার নাম আলকারা’। সেই দিকে সম্পর্কিত বলিয়া “আল-করিয়্যে” বলা হইয়াছে।
* খুযায়া গোত্রের একটি শাখার নাম আলকারা’। সেই দিকে সম্পর্কিত বলিয়া “আল-করিয়্যে” বলা হইয়াছে।
بَاب الصَّلَاةِ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ فِي الطَّوَافِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ أَخْبَرَهُ أَنَّهُ طَافَ بِالْبَيْتِ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ فَلَمَّا قَضَى عُمَرُ طَوَافَهُ نَظَرَ فَلَمْ يَرَ الشَّمْسَ طَلَعَتْ فَرَكِبَ حَتَّى أَنَاخَ بِذِي طُوًى فَصَلَّى رَكْعَتَيْنِ
