আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪২০৫
আন্তর্জাতিক নং: ৪৫৬১
- কুরআনের তাফসীর অধ্যায়
২৩১৭. আল্লাহর বাণীঃ রসূল (ﷺ) তোমাদের পেছনের দিক থেকে আহবান করছিলেন। آخركم এটি أخراكم এর স্ত্রীলিঙ্গ। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, إحدى الحسنيين দু’কল্যাণের একটি। এর অর্থ হল বিজয় অথবা শহীদ হওয়া
৪২০৫। আমর ইবনে খালিদ (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূল (ﷺ) পদাতিক বাহিনীর উপর আব্দুল্লাহ ইবনে জুবাইর (রাযিঃ) কে সেনাপতি নির্ধারণ করেন। এরপর তাদের কতক পরাজিত হলে পালাতে লাগল, এটাই হল (আল্লাহর বাণী)। রাসূল (ﷺ) যখন তোমাদের পেছন দিক থেকে ডাকছিলেন। মাত্র বারজন ছাড়া আর কেউ রাসূল (ﷺ) এর সাথে ছিলেন না।
كتاب التفسير
باب قوله والرسول يدعوكم في أخراكم وهو تأنيث آخركم وقال ابن عباس إحدى الحسنيين فتحا أو شهادة
4561 - حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، وَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ اثْنَيْ عَشَرَ رَجُلًا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)