আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮০০
৩২. শক্র ব্যতীত অন্য কোন কারণে বাধাপ্রাপ্ত হইলে কি করণীয়
রেওয়ায়ত ১০৫. আইয়ুব ইবনে আবি তামীম সাখতীয়ানী (রাহঃ) বসরার জনৈক প্রবীণ* ব্যক্তি হইতে বর্ণনা করেন- তিনি বলেনঃ মক্কার উদ্দেশ্যে একবার রওয়ানা ইলাম। পথে উট হইতে পড়িয়া আমার উরু ভাঙিয়া যায়। মক্কায় আমি একজনকে পাঠাইলাম। তখন সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ), আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এবং আরও অনেক বিজ্ঞ লোক উপস্থিত ছিলেন। তাঁহাদের কেউই আমাকে এই অবস্থায় ইহরাম খুলিতে অনুমতি দিলেন না। ফলে সাত মাস পর্যন্ত সেখানে আমি পড়িয়া রহিলাম। শেষে সুস্থ হইয়া উমরা আদায় করিয়া ইহরাম খুলিলাম।
* আবু উমর (রহঃ) বলেন, বসরার উক্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবন যায়দ। কেউ কেউ তাহর নাম উল্লেখ করিয়াছেন ইয়াযিদ ইবন আব্দুল্লাহ আশ-শিখখীর।
* আবু উমর (রহঃ) বলেন, বসরার উক্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবন যায়দ। কেউ কেউ তাহর নাম উল্লেখ করিয়াছেন ইয়াযিদ ইবন আব্দুল্লাহ আশ-শিখখীর।
بَاب مَا جَاءَ فِيمَنْ أُحْصِرَ بِغَيْرِ عَدُوٍّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ كَانَ قَدِيمًا أَنَّهُ قَالَ خَرَجْتُ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا كُنْتُ بِبَعْضِ الطَّرِيقِ كُسِرَتْ فَخِذِي فَأَرْسَلْتُ إِلَى مَكَّةَ وَبِهَا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَالنَّاسُ فَلَمْ يُرَخِّصْ لِي أَحَدٌ أَنْ أَحِلَّ فَأَقَمْتُ عَلَى ذَلِكَ الْمَاءِ سَبْعَةَ أَشْهُرٍ حَتَّى أَحْلَلْتُ بِعُمْرَةٍ


বর্ণনাকারী: