আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৪২০৩
আন্তর্জাতিক নং: ৪৫৫৯
- কুরআনের তাফসীর অধ্যায়
২৩১৬. আল্লাহর বাণীঃ এই বিষয়ে আপনার করণীয় কিছুই নেই।(সূরাহ আলে-’ইমরান ৩ঃ ১২৮)
৪২০৩। হিব্বান (রাহঃ) ......... সালিম (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল (ﷺ) থেকে শুনেছেন যে, তিনি ফজরের নামায এর শেষ রাক'আতে রুকু থেকে মাথা তুলে ‘সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়ালাকাল হামদ’ (আল্লাহ তার প্রশংসাকারীর প্রশংসা শোনেন। হে আল্লাহ! তোমার জন্য সমস্ত প্রশংসা) বলার পর এটা বলতেনঃ হে আল্লাহ! অমুক, অমুক, এবং অমুককে লানত (অভিশাপ) দিন। তখন আল্লাহ এ আয়াত নাযিল করলেন। {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এবিষয়ে তোমার করণীয় কিছুই নেই। কারণ তারা জালিম (অত্যাচারী)। (৩: ১২৮) ইসহাক ইবনে রাশিদ (রাহঃ) ইমাম যুহরী (রাহঃ) থেকে এটা বর্ণনা করেছেন।
كتاب التفسير
باب ليس لك من الأمر شيء
4559 - حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنَ الفَجْرِ، يَقُولُ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا، بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ» ، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128] إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128] رَوَاهُ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ