আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৭৪৪
হজ্ব - উমরার অধ্যায়
১৩. লাব্বায়কা মউকুফ করার সময়
রেওয়ায়ত ৪৯. ইবনে শিহাব (রাহঃ) বলেনঃ তাওয়াফ করার সময় আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) ‘লাব্বায়কা’ বলতেন না।
كتاب الحج
بَاب قَطْعِ التَّلْبِيَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ كَانَ يَقُولُ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَا يُلَبِّي وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ
বর্ণনাকারী: