আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৪১৯৮
আন্তর্জাতিক নং: ৪৫৫৪
- কুরআনের তাফসীর অধ্যায়
২৩১২. আল্লাহর বাণীঃ তোমরা যা ভালবাস তা হতে ব্যয় না করা পর্যন্ত কখনো পুণ্য লাভ করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষে অবহিত। (৩ঃ ৯২)
৪১৯৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) বলেন, আমি মালিক (রাহঃ)-এর নিকট مَالٌ رَايِحٌ ″ক্ষয়িষ্ণু সম্পদ পড়েছি।″
كتاب التفسير
باب لن تنالوا البر حتى تنفقوا مما تحبون إلى به عليم
حَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ " مَالٌ رَايِحٌ ".

হাদীসের ব্যাখ্যা:

এ হাদিসের ব্যাখ্যার জন্য - ৪১৯৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)