আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২০. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৭৪০
হজ্ব - উমরার অধ্যায়
১৩. লাব্বায়কা মউকুফ করার সময়
রেওয়ায়ত ৪৫. মুহাম্মাদ ইবনে আবু বকর সাকাফী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর সঙ্গে মিনা হইতে আরাফার ময়দানের দিকে যাইতেছিলেন, তখন তিনি আনাস (রাযিঃ)-কে বলিলেনঃ আজকের দিনে আপনারা রাসূলুল্লাহ (ﷺ)-এর সহিত কি ধরনের আমল করিতেন? আনাস (রাযিঃ) বলিলেনঃ কেহ কেহ উচ্চঃস্বরে ‘লাব্বায়কা’ বলতেন, কেউ বা আল্লাহু আকবার’ বলিতে থাকিতেন। অথচ কেহ কাহাকেও নিষেধ করিতেন না।
كتاب الحج
بَاب قَطْعِ التَّلْبِيَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ يُهِلُّ الْمُهِلُّ مِنَّا فَلَا يُنْكَرُ عَلَيْهِ وَيُكَبِّرُ الْمُكَبِّرُ فَلَا يُنْكَرُ عَلَيْهِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)