আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২০. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৭৩৬
হজ্ব - উমরার অধ্যায়
১১. হজ্জে ইফরাদ
রেওয়ায়ত ৪১. মালিক (রাহঃ) বলেনঃ বিজ্ঞ আলিমগণের নিকট শুনিয়াছি, তাহারা বলিতেন- কেহ হজ্জে ইফরাদের ইহরাম বাঁধিলে তাহার জন্য উমরার ইহরাম বাধা জায়েয নহে।
মালিক (রাহঃ) বলেনঃ আমি এই শহরের (মদীনা) আলিমগণকে উক্তরূপ অভিমত পোষণ করিতে দেখিয়াছি।
মালিক (রাহঃ) বলেনঃ আমি এই শহরের (মদীনা) আলিমগণকে উক্তরূপ অভিমত পোষণ করিতে দেখিয়াছি।
كتاب الحج
بَاب إِفْرَادِ الْحَجِّ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ أَهْلَ الْعِلْمِ يَقُولُونَ مَنْ أَهَلَّ بِحَجٍّ مُفْرَدٍ ثُمَّ بَدَا لَهُ أَنْ يُهِلَّ بَعْدَهُ بِعُمْرَةٍ فَلَيْسَ لَهُ ذَلِكَ قَالَ مَالِك وَذَلِكَ الَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا
বর্ণনাকারী: