আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৯. ইতিকাফের বর্ণনা

হাদীস নং: ৬৮৩
ইতিকাফের বর্ণনা
৩. ই’তিকাফকারীর ঈদের উদ্দেশ্যে গমন
রেওয়ায়ত ৫. সুমাই (রাহঃ) হইতে বর্ণিত- আবু বকর ইবনে আব্দুর রহমান (রাহঃ) ইতিকাফ করিতেন এবং তিনি স্বীয় প্রয়োজনে মালিক ইবনে ওয়ালিদ (রাহঃ)-এর গৃহে ছাদওয়ালা একটি বদ্ধ হুজরায় গমন করিতেন, অতঃপর তিনি ঈদের জামাআতে মুসলমানদের সাথে উপস্থিত হওয়ার পূর্বে ইতিকাফ হইতে বাহির হইতেন না।
كتاب الاعتكاف
بَاب خُرُوجِ الْمُعْتَكِفِ لِلْعِيدِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ زِيَاد بْن عَبْد الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ اعْتَكَفَ فَكَانَ يَذْهَبُ لِحَاجَتِهِ تَحْتَ سَقِيفَةٍ فِي حُجْرَةٍ مُغْلَقَةٍ فِي دَارِ خَالِدِ بْنِ الْوَلِيدِ ثُمَّ لَا يَرْجِعُ حَتَّى يَشْهَدَ الْعِيدَ مَعَ الْمُسْلِمِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: